
মো. নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গুটিকয়েক তরুণদের হাত ধরে পথচলা আলোর পথে সাধারণ পাঠাগারের এক যূগ পূর্ণ হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারী সোমবার বিকালে একযুগ পূর্তি উপলক্ষ্যে আলোর পথে সাধারণ পাঠাগারের উদ্যোগে আনন্দ উৎসবের আয়োজন করে।আনন্দ উৎসবকে কেন্দ্র করে পাঠাগারের সামনে বসেছে বেশ কয়েকটি ছোট বড় বইয়ের স্টল।দর্শনার্থী ও পাঠকদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে পাঠাগার প্রাঙ্গণ।তিন দিন ব্যাপী পাঠাগারের আনন্দ উৎসবে রয়েছে সাংস্কৃতিক ও মনোমুগ্ধকর কনসার্ট।
জয়দুল ইসলামের সঞ্চালনায় আনন্দ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসমা বিনতে রফিক, উপজেলা নির্বাহী অফিসার।
এছাড়াও বিশেষ গুণী ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারন সম্পাদক, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, কবি ও লেখক ননী গোপাল, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ। পরে কবুতর ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি আসমা বিনতে রফিক আনন্দ উৎসব ও বইমেলার শুভ উদ্ভোদন করেন।