মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় এনজিওর ঋণের মামলায় সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় অর্থ ঋণ আইনের (এনআই এক্ট) মামলায় সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তাজউদ্দীনের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালিয়ে আসামি নমিতা রানী বর্মনকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা সমিতি কর্তৃক দায়ের করা অর্থ ঋণ মামলায় আদালত নমিতা রানী বর্মনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। পরে আদালতের জারি করা ওয়ারেন্ট তামিলের নির্দেশে পুলিশ তাকে আটক করে।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “আমরা আদালতের নির্দেশ পেয়ে সাজাপ্রাপ্ত আসামি নমিতা রানী বর্মনকে গ্রেপ্তার করেছি। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

এদিকে স্থানীয়ভাবে জানা গেছে, এনজিও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আসামির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলছিল। অবশেষে আদালতের রায় কার্যকর করতে পুলিশ এ অভিযান চালায়।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ