সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় এসআই হত্যা: জড়িত সন্দেহে দুইজন গ্রেফতার

মো. নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, এসআই হত্যার রহস্য উদঘাটনে বিভিন্ন সংস্থার সঙ্গে পিবিআইও তদন্তে নামে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুর্গাপুরের পৃথক স্থান থেকে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) এবং দক্ষিণপাড়া এলাকার হাজী আব্দুর রহমানের ছেলে মো. বাকি বিল্লাহ (২৬)।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের পান মহল এলাকায় কয়েকজন অস্ত্রধারী যুবক অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে এসআই শফিকুল ইসলামকে গুরুতর আহত করে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর শফিকুল ইসলাম মারা যান।

নিহত শফিকুল ইসলাম জামালপুরে কর্মরত ছিলেন এবং ছুটিতে বাড়ি এসেছিলেন। পরিবার সূত্রে জানা যায়, ছুটি শেষে পরিবার নিয়ে ময়মনসিংহ যাওয়ার পরিকল্পনা করলেও সেই ইচ্ছা আর পূরণ হয়নি।

শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *