
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় নারী প্রগতী সংঘের উদ্যোগে অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মারজিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারী প্রগতী সংঘের জেলা কার্যালয়ে স্থানীয় পর্যায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সরকারি-বেসরকারি পরিষেবা গ্রহনে নারীদের সহায়ক হিসেবে কার্যকর পদক্ষেপ গ্রহনের উদ্দেশ্যে কমিউনিটি ফোরাম সদস্যদের নিয়ে এ ওরিয়েন্টেশন হয়।এসময় নারী প্রগতী সংঘের জেলা ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ, উত্তর সাতপাই কমিউনিটি ফোরামের সভাপতি বীরেন্দ্র দেব, সম্পাদক নিরঞ্জন সরকার, সদস্য সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল, রোখসানা আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটিকে সক্রিয় করার লক্ষ্যে একই স্থানে অপর একটি মত বিনিময় সভা হয়। এতে ১০নং রৌহা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন, কাজি সমিতির ময়মনসিংহ বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজি মোহাম্মদ শফিউল আলম জুয়েল, নেত্রকোণা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর শামীমা সুলতানা শিল্পীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।