
নেত্রকোনা প্রতিনিধি: দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও সেবাগ্রহীতাদের অভিযোগ সরাসরি শোনার লক্ষ্যে নেত্রকোনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে জেলা পাবলিক হলে এ গণশুনানির আয়োজন করা হয়। প্রতিপাদ্য ছিল— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা” এবং “সবাই মিলে শপথ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
গণশুনানির পর সংবাদ সম্মেলনে কমিশনার আলী আকবর আজিজী জানান, মোট ৯৬টি অভিযোগ শুনানি হয়েছে। এর মধ্যে ৭টি অভিযোগ খারিজ করা হয়েছে। তদন্তের জন্য গ্রহণ করা হয়েছে ৫টি অভিযোগ—এর মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ৩টি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ২টি তদন্ত করবেন। দুদক সরাসরি তদন্ত করবে ১টি অভিযোগ। বাকি অভিযোগগুলোর নিষ্পত্তি করা হয়েছে।
তিনি আরও জানান, সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে সব অভিযোগের নিষ্পত্তি করা হবে।