
মেহেদী হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্মীয় ও সচেতনতামূলক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার প্রমুখ।