শনিবার, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নেত্রকোনায় বিসিডিএস-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 34;

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে রবিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা পৌর শহরের নাগড়া আয়েশা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ঔষধ ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিসিডিএস নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখশেদুল মুর্শেদ,সহ -সভাপতি সনজিৎ চন্দ্র সাহা রায়(রিন্টু),সদস্য কাইয়ুম থান (উত্থান),সদস্য আজাদ রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি,ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি দিবাকর দে,নেত্রকোনা জেলা শাখার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কেমিস্ট।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা সংগঠনের উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ঔষধ ব্যবসায়ী ও অতিথির উপস্থিতি ইফতার মাহফিলকে প্রাণবন্ত করে তোলে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ