শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় ৩টি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল

মেহেদী হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনায় তিনটি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে আটজনের তথ্য সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচন বিধিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয় মনোনয়ন পত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। 

আজ রোববার দুপুর জেলার ৫ টি আসনে মধ্যে নেত্রকোণা-১ – ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ এ তথ্য জানান।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন: নেত্রকোনা-১ আসনে জাকের পার্টির মো.ছমির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন,নেত্রকোনা -২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির মো.আমজাদ হোসেন ঠাকুর, স্বতন্ত্র প্রার্থী সুব্রত চন্দ্র সরকার, স্বতন্ত্র প্রার্থী মো. আজাহারুল ইসলাম খান এবং নেত্রকোনা -৩ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন,ন্যাশনাল পিপলস পার্টির আসাদুজ্জামান খান ও কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্যান আহমেদ।

জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ বলেন: অসম্পূর্ণ তথ্য, সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচন বিধিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি আরও দুইটি আসনের বাছাই কাজ চলছে।

জেলায় পাঁচটি আসনে মোট আওয়ামী লীগসহ ১০টি দল ও স্বতন্ত্র মিলিয়ে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *