মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় ৫টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ 

মেহেদী হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে উৎসবমূখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে তাদের পছন্দসই প্রতীক বরাদ্ধ দেয়া হয়। নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ ৫টি আসনে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন। 

প্রতীক বরাদ্ধ পাওয়া প্রার্থীরা হলেন: নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার (ট্রাক), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম রব্বানী (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আহমদ শফী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন (ঈগল)।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় (ঈগল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোছা. রহিমা আক্তার আসমা সুলতানা (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট প্রার্থী মো. ইলিয়াস (মিনার), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী এ বি এম রফিকুল হক তালুকদার (নোঙ্গর), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আজহারুল ইসলাম খান (ডাব), স্বতন্ত্র প্রার্থী সুব্রত চন্দ্র সরকার (ট্রাক)।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল এমপি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন ভঁ‚ঞা (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট প্রার্থী মো. এহ্তেশাম সারওয়ার (মিনার), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান খান ( সোনালী আশ), নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান এমপি (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. লিয়াকত আলী খান (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. আল মামুন ( সোনালী আশ), জাসদ মনোনীত প্রার্থী মো. মুশফিকুর রহমান (মশাল)।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমদ হোসেন ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক ভিসি মো. আনোয়ার হোসেন (ঈগল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদি (সোনালী আশ)। প্রতীক বরাদ্ধের পর প্রার্থীরা স্ব স্ব এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ