নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে আজ সকালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাইফুল ইসলাম জানান- নিহতরা হচ্ছেন, পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের জাহির উদ্দিনের ছেলে সুরুজ আলী (৬৫) একই উপজেলার গৌরাকান্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহজাহান মিয়া (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার থেকে একটি অটোরিকশা সাতজন যাত্রী নিয়ে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মহিষবেড় নামক স্থানে পৌঁছলে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার যাত্রী সুরুজ আলী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অপর ছয়যাত্রীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শাহজাহান মিয়া নামের আরেক যাত্রী মারা যায়।
অটোরিকশার চালকসহ অন্যান্য আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। ঘাতক ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে।
যায়যায়কাল/২৫জুলাই২০২২/কেএম