সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় ১২টি অবৈধ ইটভাটা বন্ধ ২০ লাক্ষ ৪০হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের দিকনির্দেশনায় জেলায় একযোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১২টি অবৈধ ইটভাটা বন্ধ এবং বিভিন্ন অপরাধে ২০ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের দিকনির্দেশনায় নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাকিল আহমেদসহ জেলার সকল ইউএনও এবং উপজেলা সহকারি কমিশনারগণ একযোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন। অভিযান পরিচালনাকালে জেলার বিভিন্ন উপজেলার ১২টি অবৈধ ইটভাটা বন্ধ এবং বিভিন্ন অপরাধে ২০ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক সারা জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ