বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নোয়াখালীর চাটখিলে প্রচন্ড তাপদাহে দু’শিক্ষার্থী জ্ঞান হারিয়েছে 

ম.ব.হোসাইন নাঈম ,নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষার্থী অসহনীয় গরমে পরীক্ষা শেষে জ্ঞান হারিয়েছে ।

বুধবার (৭ জুন) দ্বিপ্রহরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদেরকে দুপুর ১টায় তাদের সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি দিয়ে দেন।

শিক্ষার্থীরা হলো উপজেলার ভীমপুর হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী তানজিলা সুলতানা। একই স্কুলের ব্যবসায়িক শিক্ষা বিভাগের নবম শ্রেণীর ছাত্রী কানিজ ফাতেমা রিয়া।

ভীমপুর হাইস্কুল এর প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দুই শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলেন, একজন শিক্ষার্থী স্কুল আঙ্গিনায় অসুস্থ হয়েছে, আরেকজন বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়েছে, দুজনকে তাদের সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ দুই শিক্ষার্থীদের তাদের সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসেছে। আমরা প্রাথমিকভাবে দেখে ও তাদের সহপাঠীদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি প্রচন্ড তাপ দাও সেই সাথে পরীক্ষার হলে মানসিক চাপ এ কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল। দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন আছে।  আশা করছি তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *