বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নৌকায় ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে সাবেক ছাত্রলীগ নেতা মাহিম

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নৌকার পক্ষে ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজ, কাকরাইল, সেগুনবাগিচা, পল্টনের বিভিন্নস্থানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম এর নেতৃত্বে নৌকার পক্ষে ভোট চান ছাত্রলীগের সাবেক-বর্তমান ও সেন্ট্রাল ল’ কলেজের নেতাকর্মীরা।

নির্বাচনী প্রচার-প্রচারণায় কাজী মামুনুর রহমান মাহিম মানুষের ঘরে ঘরে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন, পাশাপাশি তারা বর্তমান সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন এবং ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।

এসময় পল্টন থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সেন্ট্রাল ল’ কলেজের সাংগঠনিক সম্পাদক হাসান সরকার, মাহবুব আলম, মান্নান, সোহাগ প্রমুখসহ স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল ল’ কলেজের সাংগঠনিক সম্পাদক হাসান সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সেন্ট্রাল ল’ কলেজ ক্যাম্পাসের শীতকালীন ছুটি থাকায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের অধিকাংশ নেতাকর্মী এলাকায় অবস্থান করছেন এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় নৌকার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা যারা ঢাকায় অবস্থান করছি তারা ঢাকা -৮ আসনে নৌকার প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সফল সাধারণ সম্পাদক মাহিম ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার সালাম নিয়ে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছি। এছাড়াও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজের প্রতিটা নেতাকর্মীই যে যে এলাকায় অবস্থান করুক নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা বজায় রাখতেই মানুষ নৌকায় ভোট দেবে, আমরা আশাবাদী এবার তরুণ প্রজন্মের প্রথম ভোট হবে নৌকায়। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে ডেল্টা প্ল্যান হাতে নিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাবো।

দেশকে এগিয়ে নিতে আগামী ৭ তারিখ উন্নয়নের মার্কা নৌকাকে বিজয়ী করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ