
মো. এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম): গণতান্ত্রিক ন্যায্য অধিকার, ন্যায় বিচার নিশ্চিত ও বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়তে ছাত্রদের গণজাগরণ। এ জাগরণের গণঅভ্যুত্থানে দানবীয় শাসনের পরিণতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজসহ সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রাখা এখন নৈতিক দায়িত্ব। আর যেন দুর্বৃত্তায়নের সৃষ্টি না হয় শান্তিকামী জনসাধারণ সজাগ সতর্ক থাকবে এ প্রত্যাশা।
সোমবার বিকালে হাটহাজারী বাসস্ট্যন্ড চত্বরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শান্তি ও সম্প্রীতি সমাবেশে চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক এ কথা বলেন।
তিনি আরো বলেন, ড. মো. ইউনূস বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে আমাদের হাটহাজারীকে সম্মানিত করেছে।
সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, হারুন অর রশীদ চেয়ারম্যান, নুরুন্নবী তালুকদার, গাজী জাফর আলম, মীর কাশেম, শফিউল আলম, জাকির হোসেন চেয়ারম্যান, এম খায়রুন্নবী, একরাম হোসেন সেলিম, মোহাম্মদ ইব্রাহিম, সিরাজুল ইসলাম রাশেদ, আবু তাহের মাস্টার, শফিউজ্জামান, আবদুর রশিদ মেম্বার, সাফায়েত ইসলাম সাবাল, এম. ইলিয়াছ আলী, গিয়াস উদ্দিন, কাজী মোঃ মোহসিন, হাজী হারুন ডিলার, মনছুর আলম, নুরুল আজম চৌধুরী, সেলিম হাসান,মাও. নুরুল আবছার আনছারী, মজিবুল হক বাবুল, এয়ার মোঃ বাচা, আবুল কালাম, মোহাম্মদ সেলিম, সুলতানুল আলম, মোঃ রফিক চেয়ারম্যান, এস.এম মহিউদ্দিন, শফিক আহমদ ভূট্টো, শাহ আলম,রহিম উদ্দিন রাজু, সৈয়দ নাজিম উদ্দীন, এড. মঈনুদ্দিন, জেলা ছাত্রদলের রেজাউল করিম বাবু, ফোরকান চৌধুরী, রাশেদুল আলম, শফিউল আজম, রায়হান উদ্দিন, শাহনেওয়াজ মুন্না, মিনহাজ মাসুম, জিয়াউদ্দিন মিজান, শফিকুল ইসলাম বাবু, সাইফুল আজম মানিক প্রমুখ।












