
স্টাফ রির্পোটার,ব্রাহ্মণবাড়িয়া:
১৯জুলাই বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মেড্ডা বাস-স্ট্যান্ড এনপিপির জেলা কার্যালয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধের চেতনা,জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তিগড়ে তুলুন। নিরপেক্ষ নির্বাচনই হবে গণতন্ত্র বিকাশের একমাত্র হাতিয়ার।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মোঃরাজ্জাক হোসেন (মিঠু) তিনি বলেন ২০০৭ সালে ১৯জুলাই মোঃশওকত হোসেন নিলু ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) প্রতিষ্ঠা করেন,আমি অত্র পার্টির প্রতিষ্ঠাতার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করছি, তিনি আরও বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় ও দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটাহয়।
জেলা এনপিপির যুগ্ম-আহবায়ক মোঃছোট্রু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
জেলা এনপিপির যুগ্ম-আহবায়ক মোঃসাহেদ আলম, সদর উপজেলা এন পিপির আহবায়ক মোঃজাকির হোসেন, সরাইল উপজেলা আহবায়ক মোঃআমির মিয়া,সরাইল উপজেলার যুগ্ম-আহবায়ক মোঃশিবলু আলম, সদস্য সচিব সৈয়দ নুরুল আলম রাসেল, সদস্য
মোঃমোরাদ লস্কর,আনোয়ার আলী, সহ আরওঅনেকেই।