মো. নাজমুল ইসলাম
তোমরা এ ভবের নিপাট ভদ্রলোক
আমিতো তোমাদের সমাজের অসুখ।
তোমরা যখন মুখোশধারী ভাবুক সুশীল,
আমি তোমাদের সমাজকে করে তুলি অস্তিতিশীল।
তোমাদের যখন বইয়ের পাতার কাগুজে জ্ঞানী,
তোমাদের গরম ভাতে আমি ঢেলে দেব নর্দমার পানি।
তোমাদের হাব ভাবে অনেক ক্ষমতাবান আর বিদ্যান,
আমার শরীরে ধুলোমাটির গন্ধ, নাই কোনো সন্মান।
তোমাদের মধুচাকে বালি আমার প্রতি করেছে রুক্ষ,
আমি তোমাদের মরীচিকা চেতনার প্রতিপক্ষ।
হ্যাঁ আমি বেয়াদব, বেকার, আমি অদক্ষ,
নিয়েছি শপথ কলম বলবে মেহনতি লাঞ্ছিতের পক্ষে।