
মো. মহসিন মৃধা, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী মোসা. মারুফা আক্তার (১৫) নিরুদ্দেশের ১০ মাস পরে উদ্ধার হয়েছে।
ওই স্কুল শিক্ষার্থীর পিতা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী মো. মনির হাওলাদারের দাবি, স্কুলে যাওয়ার পথে তার মেয়েকে অপহরণ করা হয়েছে। তবে কে বা কারা অপহরণ করেছে তা জানলেও মেয়ের প্রাণনাশের ভয়ে আইনগতভাবে কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
পরবর্তীতে তিনি তার মেয়েকে ফিরে পাওয়ার ৬ দিন পর গত ৩ মার্চ পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন কেস দাখিল করেন। পরে আদালতের নির্দেশনায় গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একই এলাকার কৃষ্ণকান্ত সরকারের ছেলে আকাশ সরকার(২১) সহ মোট ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
স্কুল পড়ুয়া মেয়ে মারুফা অপহরণ হওয়ার পরে থেকেই স্থানীয় রাজনৈতিক মানুষদের কাছে মেয়েকে ফিরে পাওয়ার জন্য ছোটা ছুটি করেছেন মনির। আর তাতে উল্টো বিভিন্ন ভাবে দেয়া হয়েছে হুমকি ধামকি। মামলা করার পরে তিনি ও তার পরিবার বর্তমানে আরো বেশি নির্যানের শিকার হচ্ছে । এ ঘটনায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।