
মো. মহসিন মৃধা, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীতে অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার বিকাল পাঁচ টায় শহরে বড় চৌরাস্তা এলাকায় এই ইফতার বিতরণ করা হয়েছে।
এ সময় প্রায় ছয় শত পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহাসিন ইসলাম বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
এছাড়া স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনসহ জেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের সকল নেতা কর্মী।