মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সীতাকুণ্ডে গাউসিয়া কমিটির জুলুস অনুষ্ঠিত

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-কে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ, সীতাকুণ্ড উপজেলা শাখা-এর ব্যবস্থাপনায় আয়োজিত স্বাগত জুলুস শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

জুলুসটি আজ বিকেলে সীতাকুণ্ড উত্তর বাইপাস থেকে মোটরসাইকেল র‌্যালি ও পায়ে হেঁটে শুরু হয়ে দক্ষিণ বাইপাস পর্যন্ত শান্তিপূর্ণভাবে অগ্রসর হয়। দেশ, জাতি ও বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলুসের সমাপ্তি ঘটে।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ জানান, ঈদে মিলাদুন্নবী (সা.)-এর পবিত্রতা ও শিক্ষা ছড়িয়ে দিতে এ ধরনের শান্তিপূর্ণ আয়োজন প্রতিবছরই করা হয়।

স্বাগত জুলুসে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অনন্য মর্যাদার দিন। রাসূলুল্লাহ (সা.) এর আগমন মানবজাতির জন্য রহমত ও হেদায়েতের আলো। তাঁর জীবনের আদর্শ, আখলাক ও শিক্ষাকে অনুসরণ করলেই সমাজে শান্তি, ন্যায় ও মানবতা প্রতিষ্ঠা সম্ভব।

তাঁরা আরও বলেন, গাউসুল আজম (রহ.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ দেশব্যাপী মিলাদ, জুলুস ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণ সমাজকে ধর্মীয় নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী সঞ্চালনায় র‌্যালি সম্পন্ন হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকিহ মুফতি আবুল আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, আলহাজ্ব মোবারক হোসেন সওদাগর, পৌরসভা বিএনপি আহবায়ক ইউসুফ নিজামি, মওলানা ফখরুদ্দিন আলকাদেরী, মওলানা আব্দুল আজিজ রজবী, মওলানা বাহাউদ্দীন।

পরিশেষে মুনাজাত পরিবেশন করেন ড. আল্লামা কামালউদ্দিন আজহারী, দেশ ও জাতির জন্য এবং সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মোহাম্মদ খোরশেদ আলম, আলহাজ্ব মোহাম্মদ নিজামউদ্দিন চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, আলহাজ্ব মুহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মঞ্জুর এলাহী, মুহাম্মদ শাখাওয়াত হোসাইন, আলহাজ্ব মুহাম্মদ আশরাফ হোসাইন, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সিরাজুদ্দৌলা, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আতিকউল্লাহ, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল আলম, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নাসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ গাউসুল ফারুক, হাফেজ মাওলানা মুহাম্মদ ইকবাল জাহিদ, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ আবুল কালাম কন্ট্রাক্টর, মুহাম্মদ জানে আলম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন আহমেদ, মুহাম্মদ রমজান আলী রুবেল, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ মুজিব উদ্দিন চৌধুরী, মুহাম্মদ গিয়াস উদ্দিন সোহেল, মুহাম্মদ আলাউদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ তাজু উদ্দিন সওদাগর,শাহ মুহাম্মাদ এমরান হোসাইন, মুহাম্মদ জাহেদ হোসেন, মুহাম্মদ সালাউদ্দিন মাস্টার, মুহাম্মদ তমিজুর রহমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ