শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পলিথিনের বিরুদ্ধে মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন

অলি উল্লাহ খান, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বুধবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে মো. শাহাদত হোসেন ও আব্দুল কাদের নামের দুইজনকে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে জানান, ভবিষ্যতে আর বিক্রি নিষিদ্ধ পলিথিনের ব্যবসার সাথে জড়িত হবেন না। আসামিদের অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুম্পা দাশ মোবাইল কোর্টে দুটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সত্যতা থাকায় এবং আসামীর অপরাধ উদঘাটিত হওয়ায় তাদেরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারার অপরাধে একই আইনের ১৫(১) ধারায় মো. শাহাদত হোসেনকে ৫ হাাজর টাকা ও আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসাথে, দুটি দোকান থেকে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ