
কবির হোসেন, টাঙ্গাইল: ‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজার আউটলেট গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার পাথাইলকান্দি বাজার আউটলেটে আলহাজ্ব মহির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে নিজ কক্ষে গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি এলেঙ্গা শাখার ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট গোলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন খাশবিয়ারা দাখিল মাদ্রাসা সুপার নূর নবী, আবু বকর, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুব্বার প্রধান, মা ও শিশু জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোস্তাক আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার মাস্টার, মরহুম আবুল কাশেম তালুকদার হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মুহতামিম হাফেজ কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সঞ্চালনায় ছিলেন ইসলামী ব্যাংক পাথাইলকান্দি বাজার আউটলেট শাখার ইনচার্জ ইমরান প্রামাণিক।