
মো. ওসমান গণি, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ঘোমাতলী গ্রামে খাল পার হতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে স্কুলছাত্র আব্দুল্লাহ্ তামিম (১৪)।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রেড ক্রিসেন্ট আশ্রয়কেন্দ্রের পাশে খাল পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে তলিয়ে যায় সে। নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা রাতভর উদ্ধার কাজ চালান।
খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রমে অংশ নিতে পারেনি। এতে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
সোমবার সকাল ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় তামিমের মরদেহ ঘটনাস্থলের কিছুটা দূরে থেকে উদ্ধার করা হয়।
তামিম পূর্ব ঘোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং পশ্চিম ঘোমাতলীর বাসিন্দা আবুল হাসেমের তৃতীয় সন্তান।
পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, সময়মতো প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় একটি অমূল্য প্রাণ অকালে ঝরে গেল। এ ঘটনায় ঘোমাতলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।