ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে গত মঙ্গলবার সন্ধ্যায় গোপালনগর লাইফ কেয়ার হাসপাতালে বুক জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে।
এ খবর লেখা পর্যন্ত শিশু ও শিশুর মা আরজিনা খাতুন (২৮) সুস্থ্য আছে। আরজিনার আরো তিনটি সন্তান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মনজুর রহমান উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
শিশুর বাবা আটঘরিয়া উপজেলার রাজাপুর গ্রামের কৃষক সিফাত বিশ্বাস জানান, আমি একজন খুবই দরিদ্র মানুষ, আমার পক্ষে এই জমজ শিশুর উন্নত চিকিৎসা করানো সম্ভব নয়। তাই আমি বর্তমান অন্তরবর্তী সরকারের কাছে আমার শিশু ২টির সুচিকিৎসার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করছি। যাতে আমার শিশু দুটি বেঁচে থাকতে পারে।
আরজিনা খাতুন জানান, তিনি কয়েকবার আলট্রাসনোগ্রাফি করিয়েছেন কিন্তু যমজ সন্তানের কথা ডাক্তার বললেও জোড়া লাগানো সন্তানের কথা বলেননি। ফরিদপুর উপজেলায় এই প্রথম জোড় লাগানো শিশু তাই শিশুদের দেখতে মানুষ ভিড় করছে।