রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত তিনজন আহত

পাবনা প্রতিনিধি  : পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সিডগোডাউন নামক স্থানে বাস ও সবুজ সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত আহত হয় আরও তিনজন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মহাসড়কের টেবুনিয়া সিডগোডাউন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহতরা হলেন, সুজানগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১) ও চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা গ্রামের মুঞ্জু মাস্টারের ছেলে রুবায়েত হাসান নোমান (২২)। 

নিহত সিফাত চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ছিলেন। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাশুরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই বেলাল হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা রাব্বি নামক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন।

স্থানীয় তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটিকে জব্দ করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ