শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার ফরিদপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 269.67365; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফরিদপুর(পাবনা) প্রতিনিধি : পাবনা ফরিদপুর উপজেলা পরিষদ চত্বরে সোমবার আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন পাবনা-৩ এর সংসদ সদস্য মো. মকবুল হোসেন ।

উপজেলা নির্বাহী অফিসার শিরিন সুলতানার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি মো. মকবুল হোসেন বলেন, আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষক এখন শ্রমিক উপর নির্ভরশীলতা কমে যাচ্ছে । প্রযুক্তিকে কাজে লাগাতে কৃষি অফিস থেকে যে টেনিং এর ব্যবস্থা করা হয় তা করতে হবে। কৃষকদের প্রযুক্তি সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে।

বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান সরকার বলেন, মানুষ বেড়েছে জমির পরিমাণ বাড়েনি। কিন্তু প্রযুক্তি কাজে লাগিয়ে এখন জমিতে অধিক ফসল ফলানোর ফলে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

এছাড়া উপস্থিত ছিলেন মেয়র মো. কামরুজ্জামান মাজেদ, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল গফুর প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আলম , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল ইমরানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মেলায় নার্সারি, মহিলা উদ্যোক্তা, কৃষি স্টলসহ ১৩টি স্টল অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ সেবা কর্মকর্তা ইমামুল হক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ