বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টায় পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. শাহিনুর আলম (৩০) ও সুখদেব কুমার রায় (৪২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সাজেদুর রহমান (২৮) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের কাভার্ডভ্যানটি সৈয়দপুর যাওয়ার পথে হাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় দুই জন মারা গেছেন। কাভার্ডভ্যানসহ চালক-হেলপারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *