
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর চন্দ্রপুর চত্বরে আয়মূলক কার্যক্রমের জন্য ১১১ জন উপকারভোগীর মাঝে মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে কারিতাস বাংলাদেশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী। এছাড়া উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি এনোস সরেন, সিএমএলআরপি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা সীমা মূর্মু প্রমুখ।
কারিতাস অস্ট্রেলিয়ার অর্থায়নে ও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের সিএমএলআরপি প্রকল্পের সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়।
কর্মসূচির আওতায় ৮০ জন গ্রামীণ উপকারভোগীকে আয়মূলক গরু, ছাগল, হাঁস-মুরগি পালন এবং সমন্বিত সবজি চাষে সহায়তা দেওয়া হয়। এছাড়া ৩১ জনকে ভ্যানচাল, মুদি, দর্জি, সেলুন দোকান ও মাছ চাষসহ বিভিন্ন অন-ফার্ম কার্যক্রমে সহ-বিনিয়োগ সহায়তা প্রদান করা হয়।
কারিতাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।