ইসমাইল হোসেন, বিশেষ প্রতিনিধি: বান্দরবান জেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পুরো বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি। পকেট থেকে যখন চাঁদা দেওয়া হয়, তখন নিজের খুব কষ্ট হয়। এগুলো হওয়া ঠিক না। পাহাড়ে চাঁদা বন্ধ ও শান্তি-শৃঙ্খলা ফিরে আসা দরকার। যাতে মানুষের জীবনে সুখ ফিরে আসে।
সোমবার বান্দরবান সফরে জেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপদেষ্টা আরো বলেন, আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ডেভেলপমেন্ট সকল কাজ আমরা করবো।
সভায় বান্দরবান ডিজিএফআই কর্ণেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ারুল হক, বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহিন, ক্যাপ্টেন মো: শায়েখ উজ জামান, এনএসআই যুগ্ম পরিচালক নাজমুল হক, র্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার মো: তৌহিদুল মুবিন খানসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও আইন শৃংখলাবাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।