বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পাহাড় কাটার অপরাধে খুলশীতে ১১জনের বিরুদ্ধে মামলা

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: নির্বিচারে পাহাড় কাটার অপরাধে নগরীর খুলশীতে ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

শনিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান বাদী হয়ে, ১১জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।একই সঙ্গে আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, পশ্চিম খুলশী জালালাবাদ এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে মো. মুন্না প্রকাশ বিহারী মুন্না(৫০), ২/মেরি(৩৫),৩/সাহাবুদ্দিন(৪০),৪/ড্রাইভার রাজ্জাক(২৬),৫/মো. মিজানুর রহমান ৪৫,৬/রিপন ৩৫,৭/হারুন প্রকাশ পোয়া হারুন(৩৭),৮/আরিফ৩৭),৯/মো.লালন(৪০),১০/কামাল প্রকাশ কাচি কামাল (৪০),১১/নুর হোসেন ৩৫।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন পশ্চিম খুলশী জালালাবাদ নিকটস্থ কৃষ্ণচূড়া হাউজিং সোসাইটি শৈল্পিক বিল্ডিং এর সামনের পাহাড় হইতে উত্তর পাহাড়তলী মৌজার বিএস ৫৯নং দাগে দৃশ্যমান টিলা কর্তনের আসামিরা শনিবার (১২ই এপ্রিল) গভীর রাতে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পাহাড় কেটে মাটি অপসারণ করছিল এবং পাহাড় কাটার প্রমাণও পাওয়া যায় এ সময়। এর ফলে ওই দিন সকালে পরিবেশ অধিদপ্তর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,শনিবার (১২ই এপ্রিল)পাহাড় কাটার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। খুলশী থানা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

bnen