শনিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পিকআপে অভিনব কৌশলে লুকানো ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার পয়নারী এলাকা থেকে অভিনব কৌশলে পিকআপভ্যানের ওপর ক্যারেটের ভেতরে লুকিয়ে রাখা ৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন– মোঃ হানিফ (৩১), পিতা-আকতার হোসেন বাবু, সাং-রহট্যা, থানা-মহাদেবপুর এবং মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-নাগরগোলা, থানা-পত্নীতলা; উভয়ের বাড়ি নওগাঁ জেলায়। অভিযানে একটি নীল পিকআপ, ৫৮ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, নগদ ২৭০০ টাকা, ৫৭ কেজি চাল, ১৪টি খালি ক্যারেট এবং একটি পলিথিন জব্দ করা হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছীর পয়নারী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় পিকআপটি থামিয়ে মাদকের সন্ধান পাওয়া যায়। মাদক পরিবহনের সময় পলাতক আসামী মো. জুয়েল রানা কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এ ঘটনায় বদলগাছী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-৫ জানিয়েছে, পলাতক আসামিসহ মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *