
জাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে একই পরিবারের শিশুসহ অন্তত ২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকা জনক।
রবিবার (০৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগীতায় বামন্দি ফায়ার সার্ভিসের সদস্যরা আহতের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের একটি পরিবারের সবাই রবিবার সকালে পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের গন্তব্য ছিল নাটোর লালপুরের গ্রীণ ভ্যালি পার্ক। এলাকা ছেড়ে আসার ৪০ মিনিটের মাথায় তাদের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি মেহেরপুর কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া তেরাইলের মাঝামাঝি পৌছালে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে। এ ঘটনায় বাসের জানালার কাঁচ ভেঙ্গে সবাই জখম হয়।
পরে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেন।