
মিহির মন্ডল, পিরোজপুর: পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সমমনা বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে কোলাবরেশন এন্ড নেটওয়ার্কিং এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং ৫ জিরো প্লাস ফর এভরি চাইল্ড এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এরপরে সভায় উপস্থিত আন্তর্জাতিক জাতীয় এবং স্থানীয় সংস্থা সমূহের প্রতিনিধিগণ তাদের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। উক্ত কার্যক্রমের পরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে একটি কর্মপরিকল্পনা করা হয় যেখানে কোন সংস্থা কি করবে কে কি দিবে এই সম্পর্কে কর্মপরিকল্পনায় উল্লেখিত থাকে।
সভায় অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, যে কর্মপরিকল্পনাটি হাতে নেওয়া হয়েছে সেই মোতাবেক সকল এনজিও একত্রে কাজ করবে।