
মিহির মন্ডল, পিরোজপুর: পিরোজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া ২০টি এনড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করে সেগুলোর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপারের নির্দেশনায়, জেলা পুলিশের আইসিটি শাখা বিভিন্ন থানায় করা হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে, সদর থানা ৩টি, ইন্দুরকানী থানা ৫টি, মঠবাড়ীয়া থানা ৩টি, নাজিরপুর থানা ৬টি, ভান্ডারিয়া থানা ৩টি।
এছাড়া, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় ৫টি ভুয়া (ফেইক) ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিজ নিজ হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও সেবায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তারা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।