শুক্রবার, ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে আশরাফুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডও চারজন খালাস

পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জের চতরা এলাকায় ব্যবসায়ী আশরাফুল হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ খোদা মোহাম্মদ নাজির এ রায় দিয়েছেন।

মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ই জানুয়ারি পীরগঞ্জের এলাকার ব্যবসায়ী আশরাফুল বাসা থেকে বের হওয়ার পরে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোন সন্ধান না পাওয়ায় এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে তার স্বজনরা। ঘটনার একমাস পর ১৫ ই ফেব্রুয়ারী স্থানীয় চতরা এলাকার বন্যা আশ্রয়ণ কেন্দ্রের একটি সেফটিক ট্যাংক থেকে ব্যবসায়ী আশরাফুলের লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে নিহতের স্ত্রী মোরর্শেদা বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় খালেক নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। আসামি খালেক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে হত্যার কথা স্বীকার করে। পুলিশ তদন্ত শেষে আসামি খালেকসহ ৫ আসামির বিরুদ্ধে আদালতে চাজসীট দাখিল করে।

মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেলার শেষে আসামি খালেক কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ও চার আসামীকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণাার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী জানান তারা ন্যায্য বিচার পান নাই, দেশের উচ্চ আদালতে আপিল করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ