শুক্রবার, ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে কাভার্ড ভ্যান দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত

পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে স্কেভেটরের সংঘর্ষে চালক ও সহকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়দরগাহ এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-৪১৪১) রংপুরের দিকে যাচ্ছিল। পথে বড়দরগাহ ফ্লাইওভার পার হওয়ার সময় মহাসড়কের সংস্কারকাজে ব্যবহৃত একটি স্কেভেটর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কেভেটরের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হন। নিহত চালকের নাম বাইজিদ (২০)। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইস্রাফিল শেখের ছেলে। নিহত সহকারী মুশফিক (২২) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। বড়দরগাহ হাইওয়ে থানার (ওসি) ওমর ফারুক প্রথম আলোজকে বলেন, ‘দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ