
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে এ আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানি।
বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা এনামুল হক ও জেলা শুরা সদস্য সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন। সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি-সেক্রেটারীরা সাংগঠনিক কার্যক্রম ও সমস্যার চিত্র তুলে ধরেন। এসময় সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসময় বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কর্মপরিষদ সদস্য মাওলানা আবু মুসা, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা খাইরুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।