
পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি: বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।
রোববার প্রধান বিচারপতি রংপুর বিভাগীয় শহর থেকে বিকাল ৪ টায় সড়কপথে শহীদ আবু সাঈদের বাড়ীতে পৌঁছেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে তিনি আবু সাঈদের বাড়ীতে গিয়ে সাঈদের পরিবারের সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন ।
এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।