
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ: গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রায় ১০ সহস্রাধিক দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিজয় মিছিলে নেতৃত্ব দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
বিজয়মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
সমাপনী বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি যে আন্দোলন করছে, পীরগঞ্জের জনগণ তার পক্ষে এক কণ্ঠে কথা বলছে।”
এছাড়া সমাবেশে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস এবং ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিল প্রমুখ।
উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। স্থানীয় প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।