মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলা চত্বরে ৪ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সোমবার বিকালে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ও রংপুরের সামাজিক বন বিভাগের স্মৃতি সিংহ রায় এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও মেলার উদ্ভোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম তার বক্তব্যে উপজেলা পর্যায়ের ফ্লাট বাসায় বেশি বেশি করে গাছ লাগানোর পাশাপাশি। আশে পাশে পরিমাণমত বৃক্ষরোপণের আহবান জানান ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদার, কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, রংপুর সদর রেঞ্জ সামাজিক বন বিভাগের মোশাররফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা বন অফিসার মিঠু তালুকদার, জলাইডাঙ্গা এলাকার নার্সারীর মালিক আব্দুল হাই প্রমুখ।
এ বৃক্ষমেলায় ১৩টি স্টল অংশ নেয়। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে।