বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ

মিফতাহুল ইসলাম ,পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের মাধ্যমে সমলয়ে চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় আধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন, জেলা প্রশিক্ষণ অফিসার এনামুল হক, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের উপ-পরিচালক আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মর্কতা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকারসহ আরো অনেকে।এসময় বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে কৃষি খাতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকরা এর সুফল পাবেন।রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, উন্নত কৃষি ব্যবস্থার সাথে তাল মিলিয়ে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিক পদ্ধতি সম্প্রসারণ জরুরি। রাইস ট্রান্সপ্লান্টার এমন একটি যন্ত্র যা কম শ্রমিক দিয়ে অল্প সময়ে অধিক জমিতে বীজ বপন, চারা উত্তোলন এবং ধান কাটার মতো কাজ সহজতর করবে। এ ধরনের যন্ত্র ব্যবহারে সরকার অর্ধেক মূল্যের ভর্তুকি দিচ্ছে যা কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ