শুক্রবার, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে রাস্তায় যানযট মুক্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে পৌরসভা এবং বাজার এলাকার ফুটপাত সমুহ দীর্ঘদিন হতে বিভিন্ন ব্যবসায়ীদের কারনে দখল থাকায় জনগনের স্বাভাবিক চলাচল বিগ্নিত হচ্ছিল পাশাপাশি প্রতিদিন জ্যাম লেগেই থাকতো। যার ফলে যানবাহন স্বাভাবিক চলাচল করতে পারতো না।

গতকাল সোমবার এমন পরিস্থিতিতে পীরগঞ্জ থানার ওসি এবং ইউএনও সেনাবাহিনীর সহায়তা চাইলে রংপুর সেনানিবাসের একটি টহল দল বিশেষ অভিযান শুরু করে ব্যবসায়ী ও ফুটপাত ব্যবসায়ীদের কে সতর্ক করে দেয় যেন ভবিষ্যতে আর এমন জনদুর্ভোগের মত কাজ না করে।

পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার আরো বলেন এই অঞ্চলে গরু হাট সহ অন্যান্য বাজারে যাহাতে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ কার্যক্রম না হয় সে জন্য সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহন করবে। পাশাপাশি জনগনের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী টহল জোরদার করেছে।যে কোন সমস্যায় ক্যাম্পে তথ্য জানানোর জন্য পীরগঞ্জ এর বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক দের উৎসাহ প্রদান করেন।তিনি সাধারণ মানুষকে ফুটপাত ব্যবহার করার পাশাপাশি সড়কের আইন মেনে চলার জন্যে উৎসাহী হতে বলেন।

ক্যাম্প কমান্ডার আরো বলেন আগত ঈদুল আজহায় যাহাতে বাস কাউন্টার গুলো টিকিটে অতিরিক্ত টাকা আদায় ও অবাধে মাদক ব্যবসায়ীরা চোরা-চালান না করতে পারে সে জন্যে নিয়মিত টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জনগন কে আশ্বাস দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *