মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্মরণে পিপিআরসি’র শীতবস্ত্র বিতরন

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর):  রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের স্মরণে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পীরগঞ্জের বাবনপুর মাদ্রাসা মাঠে স্থানীয় শীতার্ত মানুষের ৫শ’৬০ জনের মাঝে কম্বল ও ১শ’ ৪০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করে তারা ।

শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচিতে সহযোগিতা করেছে বিকাশ, ব্র্যাক, সিনিয়র সিটিজেন্স সোসাইটি এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন। বস্ত্র বিতরণ ও স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাকের রংপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর একে এম জাহিদুল ইসলাম, পিপিআরসি’র ম্যানেজার কমিউনিকেশন জয়ন্ত পাল, ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামার মুসা মিয়া, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, মনজুর হোসেন ও আব্দুল আহাদ, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রহুল আমীন প্রমুখ।

শীত বস্ত্র বিতরনের পুর্বে অডিও বার্তায় সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারপারসন এবং পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জুলাই-আগষ্টের গণঅভুত্থানকে বেগবান করেছিল। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পিপিআরসির পক্ষ থেকে “গেল বছরের অক্টোবর মাসে পীরগঞ্জের বাবনপুর মাদ্রাসা মাঠে একটি হেলথ ক্যাম্প করেছিলাম। এবারে একই সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার সূত্র ধরে শীর্তার্তদের মাঝে বস্ত্র বিতরণ ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হচ্ছে।” পিপিআরসি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রয়াত আবু সাঈদ, যিনি জুলাই আন্দোলনে গুরুত্ব ভূমিকা পালন করেছিলেন। তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই এ আয়োজনটি করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষদের সহায়তা এবং স্কুল ব্যাগ প্রদানের মাধ্যমে শিশুদের শিক্ষা উপকরণ সহজলভ্য করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পিপিআরসি মনে করে, এ উদ্যোগটি প্রয়াত আবু সাঈদের স্মৃতি ধারণ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ