
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ: রংপুরের পীরগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার দুপুরে পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ মন্ডল সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটনের সঞ্চালনায় সম্মেলনে রংপুর বিভাগীয় বিএনপি’র সহ সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রধান অতিথি ও রংপুর বিভাগীয় বিএনপি’র সহ সাংগাঠনিক সম্পাদক আমিনুল ইসলাম উদ্বোধক ছিলেন ।
এতে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম প্রধান বক্তার বক্তব্য রাখেন। পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, সদস্য সচিব সহকারী অধ্যাপক জাকির হোসেন, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন ও অন্যান্য নেতৃবৃন্দু বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এর আগে ব্যানার,ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিন করে।
উল্লেখ্য, সম্মেলনে পীরগঞ্জ পৌরসভার সাইফুল আজাদ মন্ডল সভাপতি ও ইয়াতিমুল হাসান লিটন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ।