শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুঠিয়ায় ছাত্রশিবিরের এইসএসসি কৃতকার্যদের তাৎক্ষণিক সংবর্ধনা

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ‘স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথে চলো, জ্ঞানের আলোয় গড়বে জগৎ উচ্চ কন্ঠে বলো’ শ্লোগান নিয়ে এইসএসসি, আলিম ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্ব শাখা।

মঙ্গলবার বিকেল ৫ টায় হাফেজ সাইয়েদ তানিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুঠিয়ার বানেশ্বরে রাজশাহী জেলা পূর্বের সাধারণ সম্পাদক আব্দুর রব এর সঞ্চালনায় এবং জেলা পূর্বের সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী জেলা পূর্বের সাধারণ সম্পাদক ও চারঘাট-বাঘা আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনারা আজ এই প্রোগ্রামে আসতে পেরেছেন কিন্তু অনেক ভাই বোন রেজাল্ট পেয়েছে কিন্তু হাসপাতালের বেডে জীবনযাপন করছে৷ অনেকর রেজাল্ট হয়েছে কিন্তু তারা আজ পৃথিবীতে নেই৷ যাদের খারাপ রেজাল্ট হয়েছে তারা লজ্জিত হচ্ছেন। কিন্তু মহান আল্লাহ যখন আমাদের কেয়ামতের মাঠে আমলের ফলাফল ঘোষণা করবেন তখন আমাদের কি হবে। তাই হতাশ না হয়ে আখিরাতের জন্য কাজ করতে হবে। লক্ষ থাকতে হবে আল্লাহ তায়ালার সন্তষ্টি অর্জন৷ আল্লাহ তায়ালা জ্বীন এবং মানবজাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আপনাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে দেশের প্রত্যেকটি জায়গায় যৌগ্যতা নিয়ে চাকরি করতে হবে। কারণ দূর্ণীতিবাজরা প্রায় সকল জায়গা দখল করে আছে। তাই সেই জায়গা গুলোতে আপনাদের বসার যোগ্যতা অর্জন করতে হবে তবেই দুর্ণীতি মুক্ত দেশ করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পূর্বের প্রকাশনা সম্পাদক, আব্দুল মমিন, বায়তুল মাল সম্পাদক রায়হানুল হক। এছাড়াও অন্বেষা শিল্পি গোষ্ঠীর শিল্পিরা উপস্থিত ছিলেন৷

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ