
শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কাঠমিস্ত্রি নাহিদ হাসান (১৬) নিহত হয়েছে। সে পুঠিয়ার গোবিন্দ নগর গ্রামের সেলিম হোসেনের ছেলে।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গন্ডগোহালী নিমতলা বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ইব্রাহিম হোসেন জানান, পুঠিয়ার দিক থেকে মোটরসাইকেলে নাহিদ তার বাড়ির দিকে যাচ্ছিল। নিমতলা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে। এ সময় সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলে নিহত হয়।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। সে কাঠমিস্ত্রীর কাজ করে। স্থানীয় লোকজন ট্রলিটি আটক করেছে।