
শফিউল জুয়েল, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গাংগাইল পাড়া গ্রামে গত ২১ এপ্রিল রানা মিয়া নামে এক যুবককে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিবেশিরা। হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বাড়িতে ক্ষোভের বশবর্তী হয়ে হামলা চালায় নিহতের লোকজন।
হামলার ঘটনায় একের পর এক মামলা দিয়ে নিহতের পক্ষের প্রায় শতাধিক পরিবারের লোকদের বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবাররানা মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবিতে বনাটি গাংগাইল পাড়া গ্রামে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন তার পক্ষের লোকজন।
মানববন্ধনে নিহত রানা মিয়ার মা সেলিনা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার পুতেরে তারা মাইরা ফালাইছে। অহন আমরার নামে মিথ্যা মামলা দিয়া আমরারে বাড়ি ছাড়া করছে। আমরা কি বিচার পাইতাম না?
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত রানা আত্মীয় আব্দুল হেলিম রাজন। তিনি বলেন, হত্যাকারীরা প্রভাব খাটিয়ে আমাদের ১০২ জনের নামে দুটি লুটপাটের মামলা দিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে থাকতে দিচ্ছে না। পুলিশ কোনো তদন্ত ছাড়াই মামলার আবেদনকে মামলা হিসেবে রেকর্ড করেছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, নিহত রানার বোন চম্পা আক্তার, রানা হত্যা মামলার বাদী মোহাম্মাদ মাসুদ মিয়াসহ আরও অনেকে। মানববন্ধন শেষ রানার হত্যাকারীদের ফাঁসির দাবিতে গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল করেন৷