বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পুত্রবধূর সঙ্গে অভিমান বিষপানে শাশুড়ির আত্মহত্যা

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের পুর্ব ধোপাপাড়া গ্রামে আরজান বেগম (৬৭) নামের এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন।

আরজান বেগম উপজেলার পুর্ব ধোপাপাড়া গ্রামের মনির সরদারের স্ত্রী।

শনিবার সকালে আরজান বেগম বাসার বিদ্যুৎ বিল দেয়ার জন্য কথা বললে তার ছেলের বৌয়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে সকাল ১১ টার দিকে বাসায় থাকা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। নাতি-নাতনি ও ছেলেরা মিলে তাকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

গত কয়েক বছর আগে আরজান বেগমের এক মেয়ে ও তার এক নাতনি একই ভাবে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ওই একই পরিবারের ৩ জনের বিষপানে আত্মহত্যার কারণ নিয়ে এলাকার মানুষের মধ্যে নানান রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বিষ খাওয়ার একটি ঘটনা শুনেছি। সেখানে আমার অফিসার পাঠিয়েছি। লাশ এখনো রাজশাহী থেকে তাদের বাসায় আসেনি। দেখে শুনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *