মো. দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পুলিশের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের সদর উপজেলার কড্ডারমোড় এলাকায় এ ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। তিনি বলেন, বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার মোড় এলাকায় পৌঁছলে বুধবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে ৩-৪ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন বলেন, পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনো ঘটনা আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির বলেন, পুলিশের গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কিনা তা জানিনা। আমাদের সীমানা নলকা সেতু পর্যন্ত। এ সীমার বাইরে কোনো ঘটনা ঘটলে তা দেখার দ্বায়িত বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের।