খাঁন মো. আ. মজিদ
কোন পথে যাবরে ও ভাই
গরীবশাহের দরবারে
শুয়ে আছেন বাবা আমার
ভৈরব নদীর পাড়ে (২)
বটবৃক্ষের ছায়া করে
আছ তুমি যশোরেতে
রেখ মোদের তেমনি করে
বাবা বলি যে তোমারে (২)
আঠার মোকাম নয় দারে
যেজন কামের ঘরে তালা মারে
বাবা যদি দয়া করে
আহাদের ফুল ফুটে অন্তরে (২)
তোমার নামের মালা নিয়ে গলে
পূণ্য হারা শূণ্য লয়ে
মজিদ পাগল কেঁন্দে বলে
হইলাম দেশান্তরী রে (২)
গরীবশাহের দরবারে
শুয়ে আছেন বাবা আমার
ভৈরব নদীর পাড়ে (২)
বটবৃক্ষের ছায়া করে
আছ তুমি যশোরেতে
রেখ মোদের তেমনি করে
বাবা বলি যে তোমারে (২)
আঠার মোকাম নয় দারে
যেজন কামের ঘরে তালা মারে
বাবা যদি দয়া করে
আহাদের ফুল ফুটে অন্তরে (২)
তোমার নামের মালা নিয়ে গলে
পূণ্য হারা শূণ্য লয়ে
মজিদ পাগল কেঁন্দে বলে
হইলাম দেশান্তরী রে (২)