
মেহেদী হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় সদ্য সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ রানার্স আপ হওয়া বাংলাদেশ দলের মিডফিল্ডার আব্দুল্লাহ্ জুনায়েদ চিশতীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
রবিবার ২৪ সেপ্টেম্বর বিকালে ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ জাহিদ হাসান প্রিন্স এ কৃতি সন্তানকে সংবর্ধনা জানিয়েছেন। এসময় তার গর্বিত পিতা সরোয়ার জাহান চিশতী উপস্থিত ছিলেন।
জুনায়েদ চিশতী বলেন: আমাকে উপজেলা প্রশাসন যে এত ভালোবাসা আর সংবর্ধনা দিয়েছে এটা আমাকে খেলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে। আমি আরো বেশি উৎসাহ পাবো সহযোগিতা ও সাহস পেয়ে আরো ভালো খেলা উপহার দিতে পারবো দেশের আরো সুনাম বয়ে আনবো ইনশাল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন: উপজেলায় প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ জাতীয় ফুটবল দলে জুনায়েদ ভালো খেলছে,এটা অত্যন্ত গর্বের আশাকরি আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করতে সে আরও ভালো খেলা উপহার দেবে উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।